বাসস ক্রীড়া-১২ : ভয়ংকর ওয়ার্নারকে ১৬৬ রানে থামালেন সৌম্য

177

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বাংলাদেশ
ভয়ংকর ওয়ার্নারকে ১৬৬ রানে থামালেন সৌম্য
নটিংহাম, ২০ জুন, ২০১৯ (বাসস) : অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের পর বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকেও বিদায় দিলেন বাংলাদেশের অকেশনাল মিডিয়াম পেসার সৌম্য সরকার। ফিঞ্চকে বক্তিগত ৫৩ রানে বিদায় দিয়েছিলেন সৌম্য। তখন অস্ট্রেলিয়ার রান ছিলো ১২১।
ফিঞ্চ ফিরলেও অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়াচ্ছিলেন ওয়ার্নার। পরবর্তীতে ওয়ানডে ক্যারিয়ারের ১৬তম ও এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। সেঞ্চুরির পর দেড়শ রানের স্বাদও নেন ওয়ার্নার। ফলে ডাবল-সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ১৬৬ রানে ওয়ার্নারকে থামিয়ে দেন সৌম্য। ১৪৭ বল মোকাবেলা করে ১৪টি চার ও ৫টি ছক্কা মারেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার পতন হওয়া দু’টি উইকেটই নেন সৌম্য। অসিদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৩১৩ রানে।
বাসস/এএসজি/এএমটি/১৮৫৫/স্বব