অস্ট্রেলিয়ার প্রথম উইকেটে পতন ঘটালেন সৌম্য

247

নটিংহাম, ২০ জুন ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।
ব্যাট হাতে উড়ন্ত সূচনা করেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ২০ দশমিক ৫ ওভারে ১২১ রান যোগ করেন তারা। তবে দলীয় ২৫ রানেই এই জুটি বিচ্ছিন্ন হতে পারতো। পঞ্চম ওভারের শেষ বলে মাশরাফির ডেলিভারিতে পয়েন্টে ক্যাচ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার। ক্যাচটি তালুবন্দি করেেত পারেননি পয়েন্টে থাকা সাব্বির। ফলে ১০ রানে জীবন পান ওয়ার্নার।
জীবন পেয়ে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন ওয়ার্নার। হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ফিঞ্চও। শেষ ১১ ইনিংসে এটা অষ্টম হাফ-সেঞ্চুরি ফিঞ্চের।
পাঁচ বোলার ব্যবহার করেও অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন ঘটাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। অবশেষে ইনিংসের ২১তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসেই উইকেট তুলে নেন সৌম্য সরকার। ওভারের পঞ্চম বলে ফিঞ্চকে শিকার করেন তিনি। শর্ট থার্ড-ম্যান অঞ্চলে রুবেল ক্যাচ নেয়ার আগে ৫টি চার ও ২টি ছক্কায় ৫১ বলে ৫৩ রান করেন ফিঞ্চ।