বাসস ক্রীড়া-৯ : সাকিব-রুট-রোহিতকে স্পর্শ করলেন ওয়ার্নার

155

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বাংলাদেশ
সাকিব-রুট-রোহিতকে স্পর্শ করলেন ওয়ার্নার
নটিংহাম, ২০ জুন, ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। আজ নটিংহামের ট্রেন্টব্রিজে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির স্বাদ নেন তিনি। যার মাধ্যমে সেঞ্চুরি বিবেচনায় বাংলাদেশের সাকিব আল হাসান, ইংল্যান্ডের জো রুট ও ভারতের রোহিত শর্মাকে স্পর্শ করলেন তিনি। কারন চলমান বিশ্বকাপে সর্বোচ্চ দু’টি করে সেঞ্চুরি করেছেন সাকিব-রুট-রোহিত।
চলমান বিশ্বকাপে ওয়ার্নারের প্রথম সেঞ্চুরিটি ছিলো পাকিস্তানের বিপক্ষে। গেল ১২ জুন টনটনে পাকিস্তানের বিপক্ষে ১০৭ রান করেন ওয়ার্নার। এছাড়াও এবারের আসরে দু’টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। আজকেরটিসহ ওয়ানডে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরির স্বাদ নেন ওয়ার্নার। তবে ১০ রানেই থেমে যেতে পারতেন তিনি। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে মাশরাফির ডেলিভারিতে পয়েন্টে ক্যাচ দিয়েছিলেন ওয়ার্নার। ক্যাচটি তালুবন্দি করতে পারেননি পয়েন্টে থাকা সাব্বির।
এবারের বিশ্বকাপে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সাকিব। রুটের সেঞ্চুরি এসেছে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের বিপক্ষে। রোহিত সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের বিপক্ষে।
বাসস/এএসজি/এএমটি/১৮০০/স্বব