ফিল্ডিং করছে বাংলাদেশ

202

নটিংহাম, ২০ জুন, ২০১৯ (বাসস) : আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২৬তম ম্যাচে ট্রেন্ট ব্রিজে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক এ্যারন ফিঞ্চ।
গত সপ্তাহে শ্রীলংকার বিপক্ষে ১৫৩ রান করা অসি ওপেনিং ব্যাটসম্যান ফিঞ্চ বলেন,‘ পিচ দেখে ভেশ ভাল মনে হচ্ছে, সুতরাং আমরা প্রথমে ব্যাট করব।’
পাঁচ ম্যাচে এ পর্যন্ত চারটিতে জয় পেয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক আরো বলেন,‘ টুর্নামেন্টে এ পর্যন্ত আমরা আমাদের সেরা ক্রিকেট খেলেছি। তবে কোন ম্যাচেই আমরা পুরো ১০০ ওভার খেলতে পারিনি।’
গত ম্যাচের শ্রীলংকার বিপক্ষে ৮৭ রানে জয় পাওয়া দলে তিনটি পরিবর্তন এনে সেরা একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটসম্যান শন মার্শ, ফাস্ট বোলার জেসন বেহরেনডর্ফ এবং কেন রিচার্ডসনের জায়গায় ফিরেছেন ফিট হওয়া অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, পেসার নাথান কালটার-কালটার নাইল এবং লেগ স্পিনার এডাম জাম্পা।
পাঁচ ম্যাচের দুটিতে জয় এবং একটি পরিত্যক্তসহ পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করা দলে দুটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে।
ইনজুরির কারণে খেলতে পারছেন না মোসাদ্দেক হোসনে, মোহাম্মদ সাইফ উদ্দিন। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন ও সাব্বির রহমান।
২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের নায়ক বাংলাদেশ অধিনায়ক মালাফি বিন মর্তুজা বলেন,‘ টস জিতলে আমরাও আগে ব্যাটিং করতাম। তবে গত কয়েক দিনে আমরা রান তাড়া করে ভালভাবে জিতেছি। ছেলেরা বিশেষ করে গত ম্যাচের পর খুবই আত্মবিশ্বাসী।’
দশ দলের এ টুর্নামেন্টে শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে।
দল:
বাংলাদেশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, লিটন দাস, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া: এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, এ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান কালটার নাইল, মিচেল স্টার্ক, এডাম জাম্পা।