বাসস ক্রীড়া-২০ : দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪১

499

বাসস ক্রীড়া-২০
ক্রিকেট-বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪১
এজবাস্টন, ১৯ জুন, ২০১৯ (বাসস) : এবারের বিশ্বকাপটা মোটেই ভালো যাচ্ছেনা দক্ষিণ আফ্রিকার। একের পর এক হারে পয়েন্টের শেষের দিকেই দলটির অবস্থান। সেমিতে যাওয়ার পথ প্রায়ই বন্ধ হয়ে গেছে দলটির। ৫ ম্যাচে এক জয় আর ৩ হারে মাত্র ৩ পয়েন্ট আছে দক্ষিণ আফ্রিকার। তবে নিজেদের ষষ্ঠ ম্যাচে এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামে দলটি। কিন্তু আজও ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। কারণ জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে বড় টার্গেট দিতে পারেনি দলটি। ম্যচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৪৯ ওভারে ৬ উইকেটে করে ২৪১ রান। ফলে জয়ের জন্য নিউজিল্যান্ড পেয়েছে মাত্র ২৪২ রানের টার্গেট। আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হতে পারেনি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। টস হয় বিলম্বে। আর ম্যাচের দৈর্ঘ ৪৯ ওভারে নেমে আসে। অবশেষে টসে জিতে ফিল্ডিং নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি দ.আফ্রিকার। ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধে করতে পারেনি দলটি। কারণ কিউই বোলাররা প্রথম থেকেই নিয়মিত চাপে রাখে ব্যাটসম্যানদের। দলীয় ৯ প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন ওপেনার কুইন্টন ডি কক। দলীয় ৫৯ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এবার ব্যক্তিগত ২৩ রান করে লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দলীয় ৫৯ রানে প্রথম দুই উইকেট হারালেও হাশিম আমলার হাফ সেঞ্চুরিতে শতরান পার করে দলটি। আর আউট হওয়ার আগে আমলা দলকে নিয়ে যান ১১১ রানে। তবে মিচেল স্যান্টনারের বলে ৫৫ রান করে বোল্ড হন এই তারকা ব্যাটসম্যান। ৮৩ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। ২৪ রান করে বিরাট কোহলির পরই ইনিংসের হিসেবে ওয়ানডেতে দ্রুততম ৮ হাজার রানের মালিক হন ডানহাতি ব্যাটসম্যান হাশিম আমলা। দলীয় ১৩৬ রানে দক্ষিণ আফ্রিকা হারায় চতুর্থ উইকেট। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে কলিন মুনরোকে ক্যাচ দিয়ে ৫৫ বলে ৩৮ রান করে আউট হন মার্করাম। তবে রাসি ভ্যান ডার ডুসেন ও ডেভিড মিলার জুটি করে দলকে নিয়ে যায় দুইশত রানের উপরে। দলীয় ২০৮ রানে মিলারে বিদায়ে ভাংগে এই জুটি। ফার্গুসনের বলে বোল্টকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ার আগে ৩৭ বলে ৩৬ রান করেন মিলার। তবে রাসি ভ্যান ডার ডুসেন টিকে থেকে দলকে নিয়ে যায় ২৪১ রানে। ৬৪ বলে ২ চার আর ৩ ছক্কায় ৬৭ রান করে অপরাজিত ছিলেন ডুসেন। ফলে ৬ উইকেট ইনিংস থামে ২৪১ রানে। নিউজিল্যান্ডের পক্ষে ফার্গুসন একাই নেন ৩ উইকেট।
বাসস/২২৫৮/স্বব