অস্ট্রেলিয়ার চিন্তায় সাকিব

1480

নটিংহাম, ১৯ জুন ২০১৯ (বাসস) : দুর্দান্ত ফর্ম নিয়ে আগামীকাল নটিংহামে চলমান বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। অসিদের প্রতিপক্ষ বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বড় দুঃশ্চিন্তার কারণ বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। এখন পর্যন্ত ব্যাট হাতে ৪ ম্যাচে ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৩৮৪ রান করেছেন সাকিব। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। প্রয়োজনীয় মূর্হুতে দলকে ব্রেক-থ্রু এনে দিতে পারদর্শীতা দেখাচ্ছেন সাকিব। সাকিবের এমন পারফরমেন্সে অস্ট্রেলিয়া চিন্তিত বলে বলে জানালেন দলটির উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।
আজ সংবাদ সম্মেলনে ক্যারি বলেন, ‘বাংলাদেশ এই মুহূর্তে দারুন ক্রিকেট খেলছে। আর এতে নেতৃত্ব দিচ্ছে সাকিব। এজন্য আমরা বেশ সতর্ক। সাকিব সহ দলের টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে আমরা পরিকল্পনা করেছি। আমার মনে হয় সে (সাকিব) সাদা বলের ক্রিকেটে সে সেরা ছন্দে আছে। আমরা জানি, কোন জায়গায়, কোন লাইন, লেংথে তাকে বল করতে হবে। আশা করি এই পরিকল্পনার মাধ্যমে সফল হতে পারবো। সাকিবকে নিয়ে অবশ্যই আমাদের পরিকল্পনা থাকবে। কিন্তু বাড়তি কিছু নয়। স্বাভাবিক যে পরিকল্পনা সেটাই করতে চাই।’
আজ অনুশীলনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা স্পিনারদের বেশি খেলেছেন। কারন কালকের ম্যাচে বাংলাদেশের সাকিব-মেহেদি হাসান মিরাজ-মোসাদ্দেক হোসেনকে সামলাতে হবে অসিদের। তাই বাংলাদেশের স্পিনারদের ব্যাপারে বেশ সর্তক অস্ট্রেলিয়া বলে জানান ক্যারি, ‘তাদের বিপক্ষে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। সাকিবের স্পিন সামলানো নিয়ে আমরা কাজ করেছি। সেই সঙ্গে তরুণ স্পিনার মেহেদি হাসান মিরাজসহ তাদের আরও কিছু স্পিনার রয়েছে, তাদের নিয়েও আমাদের কাজ হয়েছে।’