বাসস দেশ-২৫ : গুলশানের ২ হাজার টেলিফোন সাময়িক বন্ধ থাকবে

200

বাসস দেশ-২৫
বিটিসিএল-টেলিফোন বন্ধ
গুলশানের ২ হাজার টেলিফোন সাময়িক বন্ধ থাকবে
ঢাকা, ১৯ জুন, ২০১৯ (বাসস) : আগামীকাল (বৃহস্পতিবার) দিবাগত মধ্যরাত থেকে গুলশান এলাকার ‘৯৮২’ সিরিজের ২ হাজার টেলিফোন সাময়িক বন্ধ থাকবে।
বনানী ডিসিসি মার্কেটে অবস্থিত বিটিসিএলের শাখা টেলিফোন এক্সচেঞ্জটি স্থানান্তরের কারণে এসব টেলিফোন ৭ দিনের জন্য বন্ধ থাকবে।
টেলিফোন এক্সচেঞ্জ স্থানান্তরের কাজ শেষ হওয়ার পর যথারীতি টেলিফোনগুলো সচল করা হবে।
বিটিসিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বনানী ডিসিসি মার্কেটে অবস্থিত বিটিসিএলের শাখা টেলিফোন এক্সচেঞ্জটি লেভেল-৮ থেকে লেভেল-৫ এ স্থানান্তরের জন্য আগামীকাল মধ্যরাত হতে কাজ শুরু হবে।
এ কারণে শাখা এক্সচেঞ্জের ‘৯৮২’ সিরিজের ২ হাজার টেলিফোন ৭ দিনের জন্য বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বাসস/সবি/এফএইচ/১৮৫৬/কেএআর