বাসস ক্রীড়া-১৩ : ছিটকে গেলেন ধাওয়ান, ভারতীয় দলে পন্থ

176

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বিশ্বকাপ
ছিটকে গেলেন ধাওয়ান, ভারতীয় দলে পন্থ
নয়া দিল্লি, ১৯জুন, ২০১৯ (বাসস) : ইনজুরির কারণে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। গত ৯ জুন জয় পাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে পাওয়া চোটের কারণে আজ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এ তারকা ব্যাটসম্যান। তার বদলি হিসেবে ভারতীয় দলে ঋষভ পন্থের নাম ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৯ বলে ১১৭ রান করা ইনিংসে পেসার প্যাট কামিন্সের বলে আঙ্গুলে চোট পান ধাওয়ান। পরবর্তীতে আর ফিল্ডিং করতেও নামতে পারেননি। এরপর নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচেও মাঠে নামতে পারেননি ভারতের এ ব্যাটসম্যান।
বৃষ্টির কারণে ভেসে যাওয়া নিউজিল্যান্ড ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, দু’সপ্তাহ তার (ধাওয়ান) হাতে প্লাস্টার থাকবে। তারপর অবস্থা দেখব। আশা করছি, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং টুর্নামেন্টের শেষ দিকে তাকে পাব, সেমিফাইনালেও খেলতে পারবেন তিনি।’
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিৃতিতে জানিয়েছে,‘ওপেনার শিখর ধাওয়ান বিসিসিআই মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। টিম ম্যানেজমেন্ট তাকে ইংল্যান্ডেই রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তার অগ্রগতি পর্যবেক্ষণ করছে।’
ইংল্যান্ডে অবস্থান করা বিসিসিআইর এক কর্মকর্তা বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘টিম ম্যানেজমেন্টের অনুরোধে ঋষভ পন্থকে উড়িয়ে আনা হয়েছে।’
বিশ্বকাপের জন্য ঘোষিত দলে পন্থ না থাকায় বেশ সমালোচনায় পড়তে হয়েছিল নির্বাচকদের।
বাসস/স্বব/১৮৪০/-নীহা
বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বিশ্বকাপ
ছিটকে গেলেন ধাওয়ান, ভারতীয় দলে পন্থ
নয়া দিল্লি, ১৯জুন, ২০১৯ (বাসস) : ইনজুরির কারণে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। গত ৯ জুন জয় পাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে পাওয়া চোটের কারণে আজ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এ তারকা ব্যাটসম্যান। তার বদলি হিসেবে ভারতীয় দলে ঋষভ পন্থের নাম ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৯ বলে ১১৭ রান করা ইনিংসে পেসার প্যাট কামিন্সের বলে আঙ্গুলে চোট পান ধাওয়ান। পরবর্তীতে আর ফিল্ডিং করতেও নামতে পারেননি। এরপর নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচেও মাঠে নামতে পারেননি ভারতের এ ব্যাটসম্যান।
বৃষ্টির কারণে ভেসে যাওয়া নিউজিল্যান্ড ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, দু’সপ্তাহ তার (ধাওয়ান) হাতে প্লাস্টার থাকবে। তারপর অবস্থা দেখব। আশা করছি, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং টুর্নামেন্টের শেষ দিকে তাকে পাব, সেমিফাইনালেও খেলতে পারবেন তিনি।’
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিৃতিতে জানিয়েছে,‘ওপেনার শিখর ধাওয়ান বিসিসিআই মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। টিম ম্যানেজমেন্ট তাকে ইংল্যান্ডেই রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তার অগ্রগতি পর্যবেক্ষণ করছে।’
ইংল্যান্ডে অবস্থান করা বিসিসিআইর এক কর্মকর্তা বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘টিম ম্যানেজমেন্টের অনুরোধে ঋষভ পন্থকে উড়িয়ে আনা হয়েছে।’
বিশ্বকাপের জন্য ঘোষিত দলে পন্থ না থাকায় বেশ সমালোচনায় পড়তে হয়েছিল নির্বাচকদের।
বাসস/স্বব/১৮৪০/-নীহা