বাসস দেশ-২০ : বগুড়ার উপ-নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বীতামূলক হবে : সিইসি

123

বাসস দেশ-২০
বগুড়া- নির্বাচন
বগুড়ার উপ-নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বীতামূলক হবে : সিইসি
বগুড়া, ১৯ জুন, ২০১৯ (বাসস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বগুড়া-৬ শুন্য আসনের উপ-নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বীতামূলক হবে। এ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন।
তিনি বলেন, উপনির্বাচনকে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের মতো সমান গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি আজ বুধবার বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
সিইসি বলেন, বগুড়ার নির্বাচনী পরিবেশ অনুকূলে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি ভালো। তিনি সুষ্ঠু ও প্রতিযোগীতামুলক পরিবেশের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর হোসন।
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নুর উর রহমানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নির্বাচনে বগুড়া আসনে ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছেন। ১৪১টি কেন্দ্রে তাদের ভোট গ্রহণ করা হবে।
সিইসি বলেন, এ নির্বাচনে ইভিএমএ ভোট গ্রহণের পর যতুটুকু সম্ভব আগামী নির্বাচনগুলোতে ইভিএমএ পদ্ধতির মাধ্যমে ভোট করা হবে। ভবিষ্যতে সব নির্বাচনে ইভিএম ব্যবহারের আইনগত কাঠামো হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮১০/এএএ