একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড

292

ম্যানচেস্টার (ইউকে), ১৯ জুন, ২০১৯ (বাসস/এএফপি) : চলমান ক্রিকেট বিশ্বকাপে গতকাল মঙ্গলবার ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আফগানিস্তানের রশিদ খান ৯ ওভার বোলিং করে ১১০ রান দিয়েও ছিলেন উইকেট শূন্য। যা এক দিনের ক্রিকেটে সবচেয়ে ব্যয়বহুল বোলিং তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। তালিকার শীর্ষে আছেন ১১৩ রান দেয়া অস্ট্রেলিযার মিক লুইস।
ওয়ানডে ক্রিকেটে শীর্ষ ব্যয়বহুল বোলিং ফিগার :
১১৩/০-১০ ওভার- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার মিক লুইস, জোহানেসবার্গ, ২০০৬
১১০/০-৯ ওভার- ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের রশিদ খান, ওল্ড ট্রাফোর্ড, ২০১৯
১১০/০-১০ ওভার- ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, নটিংহ্যাম, ২০১৬
১০৬/১-১০ ওভার- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ভুবনেশ্বর কুমার, মুম্বাই, ২০১৫
১০৬/০-১০ ওভার- ভারতের বিপক্ষে শ্রীলংকার নুয়ান প্রদীপ, মোহালি, ২০১৭
১০৫/১-৯ ওভার-নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের ব্রায়ান ভিটোরি, নেপিয়ার, ২০১২
১০৫/০-১০ ওভার- ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের টিম সাউদি, ক্রইস্টচার্চ, ২০০৯
১০৫/২-১২ ওভার-ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মার্টিন ¯েœডেন, ওভাল, ১৯৮৩