বাসস ক্রীড়া-১১ : কোন অযুহাত নয়, ও:ইন্ডিজকে পথ খুঁজে বের করতে বললেন কোচ

142

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বিশ্বকাপ
কোন অযুহাত নয়, ও:ইন্ডিজকে পথ খুঁজে বের করতে বললেন কোচ
টনটন, ১৯ জুন, ২০১৯ (বাসস/এএফপি) : পাকিস্তানের বিপক্ষে বড় জয় দিয়েই ২০১৯ বিশ্বকাপ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু এরপর তিন ম্যাচে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং বাংলাদেশের কাছে পরাজিত হয়ে এখন টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠাটাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। সর্বশেষ গত সোমবার বাংলাদেশের বিপক্ষে ৩২১ রানও রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বোলাররা। দলের পারফরমেন্সে অসন্তষ্ট সহকারী কোচ রডি এস্টউইক খেলোয়াড়দের সতর্ক করে বলেছেন কোন অযুহাত নয়, জয়ের পন্থা খুঁজে বের কর।
সামনে ছন্দে থাকা নিউজিল্যান্ড এবং শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
যে কারণে দশ দলের এ টুর্নামেন্টে তাদের সেমিফাইনালে ওঠাটাই কস্টকর হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ৩২১ রান করে। তবে ক্যারিবিয় বোলারদের উড়িয়ে দিয়ে সাত উইকেট ও ৫১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বারবাডোজের সাবেক খেলোযাড় এস্টউইক নিজেদের দুর্দশা কাটাতে কাঁদা ছোঁড়াছুড়ি বাদ দিয়ে দুইবারের চ্যাম্পিয়ন দলটিকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন,‘আমরা এখন ‘এটা হলে ওটা হতো’ এমন অনেক কথাই বলতে পারি, অযুহাত দিতে পারি- তবে সত্যি কথাটা হচ্ছে আমরা ভাল খেলিনি, আমরা হেরেছি এবং এটাই সত্যি। আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। সামনে এখনো চারটি ম্যাচ বাকি আছে এবং আমরা কাউকে দায়ী করতে পারিনা, বা কারো প্রতি আঙ্গুল তুলতে পারিনা। অন্য ভাল দলগুলোর মত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের অযুহাত খোঁজা বাদ দিতে হবে এবং সমাধানের পথ খোঁজা শুরু করতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণকে পাত্তা না দিয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখায় বাংলাদেশকে অভিনন্দন জানান এস্টউইক। একই সাথে নতুন উদ্যম নিয়ে নিজ দলের ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার করেন।
তিনি বলেন, ‘চার বছর আগে সবাই বলতো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে কতটা উত্তেজনাকর ও সতেজ মনে হতো। কোন কিছু হয়ে যাওযার পর সমালোচনা করা একটি ভাল বিষয়। আমরা যদি বাংলাদেশের বিপক্ষে স্পিন বোলিং করতাম তখন সবাই বলতো আমাদের মূল শক্তি পেস আক্রমণ ব্যবহার করা উচিত ছিল। বাংলাদেশকে কৃতিত্ব দিন। তারা ভাল খেলেছে এবং তাদের উন্নতি হচ্ছে। অতি সম্প্রতি তারা আমাদের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলেছে এবং সব ম্যাচেই আমাদের হারিয়েছে। আমাদের এখন কেবলমাত্র সমি¥লিতভাবে চিন্তা করতে হবে এবং একটা সমাধান খুঁজে বের করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা ভেঙ্গে পড়িনি এবং এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে যাইনি। অবশ্যই আমরা লড়াই করব এবং শক্তভাবে ফিরে আসবো।’
বাসস/এএফপি/স্বব/১৮০০/নীহা/