বাসস ক্রীড়া-১০ : ছক্কার রেকর্ডে মরগান নিজেই বিস্মিত

165

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বিশ্বকাপ-ইংল্যান্ড-আফগানিস্তান
ছক্কার রেকর্ডে মরগান নিজেই বিস্মিত
ম্যানচেস্টার (ইউকে), ১৯ জুন, ২০১৯ (বাসস/এএফপি) : ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগান বলেছেন, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ভাঙ্গা ১৭টি ছক্কা হাকানো তার নিজের প্রত্যাশাকেই ছাড়িয়ে গেছে। গতকাল বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ের এই নতুন ইতিহাস সৃষ্টি করেন মরগান।
এমন ব্যাটিং তান্ডবে ইংল্যান্ড অধিনায়ক ক্যারিয়ার সেরা ১৪৮ রানের ইনিংস খেলেছেন। তার এমন ব্যাটিংয়ের সুবাদে মঙ্গলবারের ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৯৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
পয়েন্ট টেবিলের তলানির দলের বিপক্ষে ১৫০ রানের এই জয়ের ফলে নেট রান রেটে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হটিয়ে শীর্ষে উঠে গেছে টুর্নামেন্ট ফেভারিট ইংল্যান্ড।
ইংল্যান্ড ১৬৪ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন মরগান। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কখনো ভাবিনি এমন একটি ইনিংস খেলতে পারব। যা করেছি তা দেখে আমি নিজেই মুগ্ধ। একটা সময় জস (বাটলার) ও আমার মধ্যে সমানে সমান শট খেলার প্রতিযোগিতা শুরু হয়েছিল। কয়েকটি শট খেলার পর আসলে আমার অন্য কোন কিছুই করা ছিলনা।’
ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমার পরে সে থাকায় আমি ঝুঁকি নিতে শুরু করি। ব্যক্তিগত ২৮ রানে লাইভ পাওয়ার পর আমি এগিয়ে চলা অব্যাহত রাখি।’
এতগুলো ছক্কা হাকানোর অনুভূতি জানতে চাইলে মর্গান বলেন, ‘এটি যেন গলফ বলে আঘাত করার মত। আপনি যদি মনে করেন এটি সোজা যাচ্ছে, তাহলে বলব আপনিই একমাত্র ব্যক্তি, যিনি সে সময়ের অবস্থা জানতে পেরেছেন। এর অনুভূতি খুবই আলাদা।’
এই আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে মরগান ওডিআই ইনিংসে নিজের ১৬ ছক্কা হাকানোর অতীত রেকর্ডটিও ভেঙ্গে দিয়েছেন। যৌথভাবে রেকর্ডের অন্য শরীকরা হলেন রোহিত শর্মা, এবিডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল।
মর্গান বলেন, ‘এটি অদ্ভুত, খুবই আশ্চর্যের। এই ইনিংসের সঙ্গে এটিও বিশেষ কিছু, যেটি আমি কখনো চিন্তাই করিনি।’
বাসস/এএফপি/এমএইচসি/১৭৪০/-স্বব