বাজিস-১০ : মেহেরপুরে ৬৭ হাজার ৮২১ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

143

বাজিস-১০
মেহেরপুর- ভিটামিন ‘এ’
মেহেরপুরে ৬৭ হাজার ৮২১ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে
মেহেরপুর, ১৯ জুন, ২০১৯ (বাসস): জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে এবার জেলায় ৪৭৬ টি কেন্দ্রে ৬৭ হাজার ৮২১ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
অগামী ২২ জুন ২০১৯ শনিবার জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীনের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, সিভিল সার্জন আফিসের মেডিক্যাল অফিসার এ কে এম ডা.ফয়সাল কবীর প্রমুখ।
সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনিন বলেন, জেলার তিন উপজেলা ও দু’টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১৩৮ শিশুকে একলাখ ক্ষমতা সম্পন্ন নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫৯ হাজার ৬৮৩ শিশুকে দুইলাখ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, অসুস্থ শিশু, ছয় মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু এবং চারমাস আগে খাওয়ানো হয়েছে এমন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে না।
বাসস/সংবাদদাতা/১৭২৫/এমকে