নাটোরে দু’দিনব্যাপী শিশুমেলা শুরু

174

নাটোর, ১৯ জুন, ২০১৯ (বাসস) : শিশুদের মানসিক উৎকর্ষতা সাধনের লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বুধবার থেকে নাটোরে দু’দিনব্যাপী শিক্ষা ও সচেতনতামূলক শিশু মেলা শুরু হয়েছে।
আজ বুধবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর সদরের সহকারী কমিশনার আবু হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মো. মিজানুর রহমান সভাপ্রধানের দায়িত্ব পালন করেন।
তথ্য মন্ত্রণালয়ের ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দু’দিনব্যাপি এই শিশুমেলার আয়োজন করা হয়েছে।
মেলায় শিশু শিক্ষা ও বিনোদনমূলক ১২টি স্টল প্রদর্শিত হচ্ছে।
মেলা উদ্বোধনের প্রাক্কালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে শোভাযাত্রা শহরের স্বাধীনতা স্তম্ভ চত্বরের সড়ক প্রদক্ষিণ করে। আগামীকাল দ্বিতীয়দিন মেলায় চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।