বজিস-৩ : পিরোজপুরে টিকাদান কর্মসূচি সফল করতে সভা

166

বজিস-৩
পিরোজপুর-সভা
পিরোজপুরে টিকাদান কর্মসূচি সফল করতে সভা
পিরোজপুর, ১৯ জুন, ২০১৯ (বাসস) : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পিরোজপুরে আজ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এ সভায় সভাপতিত্ব করেণ পিরোজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ননী গোপাল রায়।
সভায় জানানো হয় যে, আগামী ২২ জুন পিরোজপুরসহ সারাদেশে প্রথম রাউন্ড টিকা প্রদান কর্মসূচি পালিত হবে। পিরোজপুরের ১৩৭৬টি কেন্দ্রে একযোগে ১ লাখ ২২ হাজার ৪০৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে। পিরোজপুর জেলার ৭টি উপজেলা ও ২ পৌরসভার ১৬২টি ওয়ার্ডে ২ হাজার ৭৫২ জন মাঠকর্মী এ টিকা প্রদান করবে। ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের এ টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য সহকারী, এফডব্লিউএ সিএইচসিপি এবং স্বেচ্ছাসেবকরা শিশুদের টিকা খাওয়াবে। পিরোজপুরের সিভিল সার্জন অফিসের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা এর বাস্তবায়নে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সকল পদক্ষেপ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২২ জুন এ টিকা প্রদান করা হবে। পিরোজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ননী গোপাল রায় জানান, এ কর্মসূচি শতভাগ সফল করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৩১০/-নূসী