নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ সহোদর ও চালকসহ নিহত ৩, আহত-১

312

নোয়াখালী, ১৭ জুন, ২০১৮ (বাসস) : জেলার সোনাইমুড়ীতে আজ বেলা ১১টায় সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ সহোদর ও অটোরিকশা চালকসহ ৩ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন।
নিহত সহোদররা হলেন, সোনাইমুড়ী উপজেলার কাঁঠালিয়া গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে মিজানুর রহমান মিজান (৪২) ও মতিউর রহমান বেলাল (৩৫) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে অটোরিকশা চালক মো. রাকিব (২২)। এ সময় আবদুল (২৮) গুরুতর আহত হন। আহত আবদুলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম উদ্দিন জানান, নিহত বেলাল ও মিজান বেলা ১১টায় সোনাইমুড়ী থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে বিপুলাসায় যাচ্ছিলো। অটোরিকশাটি রামপুর পৌঁছলে বিপরীত দিক থেকে নোয়াখালীগামী হিমাচল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে চালক ও ২ সহোদর নিহত এবং অপর এক যাত্রী আহত হন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ আসার আগেই নিহতদের লাশ দাফনের জন্য আত্মীয়-স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন ।