পিরোজপুরে বিশুদ্ধ পানির সুব্যবস্থায় ৩৬টি পুকুর পুনঃখনন

366

পিরোজপুর, ১৮ জুন, ২০১৯ ( বাসস) : জেলায় বিশুদ্ধ পানির সুব্যবস্থা করার লক্ষ্যে বিভিন্ন পল্লী এলাকায় ৩৬টি পুকুর পুনঃ খনন করা হচ্ছে। প্রতিটি পুকুর খননে গড়ে ১৮ লক্ষ টাকা ব্যয় ধরে এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৬ কোটি ৪৮ লক্ষ টাকা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, বিভিন্ন উপজেলার সহকারী ও উপসহকারী প্রকৌশলীর কার্যালয় এ কাজ বাস্তবায়ন করছে। পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান জানান, উপকূলীয় জেলা পিরোজপুরের অন্যান্য উপজেলায় কম বেশী গভীর নলকূপ সফল হলেও মঠবাড়িয়ায় কখনও এ নলকূপে খাবার উপযোগী পানি পাওয়া যায় না বিধায় সেখানে সর্বোচ্চ ২১টি পুকুর পুনঃ খনন করা হচ্ছে। এছাড়া ভান্ডারিয়ায় ৪টি, ইন্দুরকানীতে ৪টি, স্বরূপকাঠীতে ১টি, নাজিরপুরে ৩টি, কাউখালীতে ২টি এবং নেছারাবাদে ১টি পুকুর পুনঃ খনন করে এ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। চলতি অর্থ বছরে শুরু হওয়া এ পুকুর পুনঃ খনন কাজ আগামী অর্থ বছরের প্রথম মাসে শেষ হবে। এসব পুকুর থেকে খাবার পানি নেয়া ব্যতীত পুকুরে গোসল, কাপড়চোপর ধোয়া বা অন্য কোন কাজ করা যাবে না।