বাসস ক্রীড়া-২৪ : সমালোচনার বিষয়ে দলকে সতর্ক করলেন সরফরাজ

190

বাসস ক্রীড়া-২৪
ক্রিকেট বিশ্বকাপ
সমালোচনার বিষয়ে দলকে সতর্ক করলেন সরফরাজ
ঢাকা, ১৮ জুন, ২০১৯ (বাসস) : চলতি বিশ্বকাপে খারপ পারফরমেন্সের কারণে দেশে ফিরে তীব্র সমালোচনার মুখে পড়তে হবে বলে দলকে সতর্ক করলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। বিশেষ করে গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বাজে ভাবে পরাজয়ের পর নিজ দেশে চরম সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দলকে।
সরফরাজের মতে তাঁদের পারফর্মেন্স যত খারাপ হবে ততই সমালোচনা বাড়বে। বাকি ম্যাচগুলোতে জয় না পেলে দেশের মানুষ তাদের ছেড়ে দেবেনা বলেও সতর্ক করেন সরফরাজ।
গত রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের কাছে ৮৯ রানে হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে। তখন থেকেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে। পাঁচ ম্যাচে পাকিস্তান এখন পর্যন্ত এক জয় এবং এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন পয়েন্ট অর্জন করতে পেরেছে। যে কারণে পয়েন্ট তালিকার শেষ দিকে দ্বিতীয় স্থানে আছে ১৯৯২ চ্যাম্পিয়নরা। সরফরাজ মনে করে, এমন পারফর্মেন্স চলতে থাকলে দেশে ফিরে ভয়ঙ্কর চাপের মুখে পড়তে হবে গোটা দলকে। সাধারণ মানুষ তাঁদের ছেড়ে দেবে না। এ কারনে দলকে বার বার সাবধান করছেন তিনি।
পাকিস্তানের নের সংবাদ মাধ্যম দ্য নিউজ ডট কম ডট পিকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সরফরাজ বলেছেন, ‘যদি কেউ ভেবে থাকে সে বাড়ি ফিরতে চায় তা হলে সেটা তাদের বোকামি। যদি সৃস্টি কর্তা দূর্ভাগ্যজনক কিছু করেন তা হলে আমি একা দেশে ফিরব না।”
সরফরাজের অধিনায়কত্ব নিয়েও বিশ্বকাপের শুরু থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম বলেই আউট হয়ে শোয়েব মালিক সমালোচনার মুখে পড়েছেন সাবেক পেসার শোয়েব আখতারের। রাতে বাইরে থাকা শোয়েব ও তাঁর স্ত্রী সানিয়া মির্জার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেটা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। শোয়েব আখতার সরফরাজকে ‘ঘিলুহীন’ বলেছেন।
ভারতের কাছে হারকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে আহবান জানিয়ে সরফরাজ বলেন,‘পারফর্মেন্সকে ভুলে পরের চারটি ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে।’
আগামী ২৩ জুন লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে পাকিস্তান।
বাসস/১৯৪৮/স্বব