বাসস সংসদ-৪ : শুটকি রফতানি করে ৬৯ কোটি ১৯ লাখ টাকা আয় হয়েছে : আশরাফ আলী খান খসরু

178

বাসস সংসদ-৪
প্রাণিসম্পদ মন্ত্রী- শুটকি
শুটকি রফতানি করে ৬৯ কোটি ১৯ লাখ টাকা আয় হয়েছে : আশরাফ আলী খান খসরু
সংসদ ভবন, ১৮ জুন, ২০১৯ (বাসস) : ২০১৭-১৮ অর্থ বছরে ৬৯ কোটি ১৯ লাখ টাকার ৩ হাজার ৩৫৭ মেট্রিক টন শুটকি রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মনজুর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে ৩৮ হাজার ৫৭১ মেট্রিকটন শুটকি উৎপাদিত হয়েছে। এর মধ্যে সামুদ্রিক শুটকির পরিমান ২৯ হাজার ৮২ মেট্রিক টন, যা দেশের উৎপাদিত মোট শুটকির প্রায় ৭৫ ভাগ।
সরকারি দলের সদস্য মমতাজ বেগমের অপর এক প্রশ্নের জবাবে আশরাফ আলী খান খসরু বলেন, প্রাণিসম্পদ উন্নয়নে সরকারের নানাবিধ পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম পশুখাদ্য ব্যবস্থাপনা, পশু বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য হতে বায়োগ্যাস ও অন্যান্য শক্তিতে রুপান্তর করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
বাসস/বিকেডি/১৮১৩/-অমি