বাজিস-৯ : যশোরে নারী ও শিশু উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

136

বাজিস-৯
যশোর-ওরিয়েন্টশন কর্মশালা
যশোরে নারী ও শিশু উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
যশোর, ১৮ জুন ২০১৯ (বাসস) : নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় এক ওরিয়েন্টেশন কর্মশালা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
যশোর সার্কিট হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত এবং জেলা তথ্য অফিস আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
সিনিয়র তথ্য কর্মকর্তা এএসএম কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর জাহান ইসলাম নিরা ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারি তথ্য অফিসার জাহারুল ইসলাম।
কর্মশালায় বিষয় ভিত্তিক রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। আরও বক্তব্য রাখেন জেলা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন, শিক্ষাবিদ মশিউল আজম, অ্যাড, সালেহা বেগম, রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সভাপতি শ্রাবনী সুর প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৭২৬/এমকে