বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মত : অ্যামব্রোস

310

টনটন, ১৮ জুন, ২০১৯ (বাসস) : গতরাতে টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে দ্বাদশ বিশ্বকাপের ২৩তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাাদেশ। নিজ দেশের এমন হার টনটনে বসেই দেখেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস। ক্রিকেট জগতে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি। ম্যাচ শেষ হবার আগেই বাসস’কে দেয়া একান্ত সাক্ষাৎকারে অ্যামব্রোস বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট অনেক উন্নতি করেছে। ক্রিকেট বিশ্বে এখন সেরা দলগুলোর একটি বাংলাদেশ।’
চলমান বিশ্বকাপে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা করে টাইগাররা। তবে পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। পরপর দুই ম্যাচে হারের ক্ষত শুকাতে শ্রীলংকার বিপক্ষে জয়কে টার্গেট করেছিলো বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারনে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বাংলাদেশ। তাই অনেক হতাশা নিয়ে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামে টাইগাররা। সাকিব আল হাসানের ১২৪ ও লিটন দাসের ৯৪ রানে ক্যারিবীয়দের হারের লজ্জা দেয় বাংলাদেশ।
বাংলাদেশের জয় নিশ্চিতের আগে টনটন স্টেডিয়ামে ম্যাচের বিরতিতে মাশরাফি বাহিনীর প্রশংসা করেছেন অ্যামব্রোস। তিনি বলেন, ‘গেল কয়েক বছরে ভালো পারফরমেন্সে করছে দলটি। ভবিষ্যতে আরও ভালো করবে। এবারের বিশ্বকাপে ভালো করার সুযোগ থাকছে এই দলটির।’
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালসহ তিনবার হারায় টাইগাররা। ঐ সিরিজের দিকে চোখ ছিলো অ্যামব্রোসের। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো অবস্থায় থেকেই বাংলাদেশ খেলতে নামে বলে মনে করেন অ্যামব্রোস। তিনি বলেন, ‘আয়ারল্যান্ডে ভালো পারফরমেন্স করায় এ ম্যাচে বেশ আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ। ভালো পারফরমেন্স করতে তৈরি তারা।’