বাসস ক্রীড়া-৬ : ১৩ বছর পর নতুন রেকর্ড সাকিব-লিটনের

145

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-বাংলাদেশ-জুটি
১৩ বছর পর নতুন রেকর্ড সাকিব-লিটনের
টনটন, ১৮ জুন, ২০১৯ (বাসস) : ১৩ বছর পর বাংলাদেশের পক্ষে চতুর্থ উইকেট জুটিতে নয়া রেকর্ড গড়লেন সাকিব আল হাসান ও লিটন দাস। বিশ্বকাপে গতরাতে টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১৮৯ রানের জুটি গড়েন সাকিব-লিটন। যার মাধ্যমে ভেঙ্গে যায় রাজিন সালেহ ও হাবিবুল বাশার সুমনের রেকর্ড। ২০০৬ সালে ফতুল্লায় কেনিয়ার বিপক্ষে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১৭৫ রান করেন রাজিন ও সুমন। গতকাল রাজিন-সুমনের সেই রানকে টপকে নয়া রেকর্ড গড়েন সাকিব-লিটন।
রাজিন-সুমনের রেকর্ড গড়া ম্যাচে কেনিয়াকে ৭ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। আর গতকাল রাজিন-সুমনের রেকর্ড ভেঙ্গে নয়া কীর্তি গড়েন সাকিব-লিটন। তাদের নয়া কীর্তির দিনও বাংলাদেশ ৭ উইকেটে জয় পায়। সাকিব ১২৪ ও লিটন ৯৪ রানে অপরাজিত থাকেন।
২০০৬ সালের ঐ ম্যাচে রাজিন ওপেনার হিসেবে খেলতে নেমে ১০৮ রানে অপরাজিত ছিলেন। ঐ সময়ের অধিনায়ক সুমনের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৪ রান।
বাসস/এএসজি/এএমটি/১৬২০/স্বব