বাজিস-১ : জয়পুরহাটে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা

250

বাজিস-১
জয়পুরহাট- কর্মশালা
জয়পুরহাটে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা
জয়পুরহাট , ১৮জুন, ২০১৯ (বাসস): স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ পাঁচবিবি-২ শাখা মিলনায়তনে মঙ্গলবার আয়োজন করা হয় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালার।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাহফুজার রহমান। বড়মানিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে ব্ক্তব্য রাখেন জাকস ফাউন্ডশনের উপ-নির্বাহী পরিচালক মো: আবুল বাশার, সহকারি পরিচালক ওবায়দুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বিল্লুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা জহুর আলী,ও কৃষি কর্মকর্তা শাহাদৎ হোসেন শাহীন । পল্লীকর্ম সহায়ক ফান্ডেশনের মৎস্য ও প্রাণী সম্পদ ইউনিটের আর্থিক সহায়তায় প্রত্যন্ত গ্রামের উদ্যোক্তারা এখন স্বাবলম্বী হচ্ছেন। কর্মশালায় বাহারী মৎস্য চাষি গোলাম রব্বানী, টার্কি চাষি আলম হোসেন, তরমুজ চাষি মোশারফ হোসেন, নেপিয়ার ঘাস চাষি লুৎফর রহমান তাদের সফলতার গল্প শোনান। জাকস ফাউন্ডেশন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ২০১৮-১৯ অর্থ বছরে ৮ শ ৮৬ টি প্রদর্শনীর জন্য উদ্যোক্তাদের মাঝে এক কোটি টাকা অনুদান সহায়তা প্রদান করেছে। উদ্যোক্তা উন্নয়ন কর্মশালায় পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৫০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১১০০/নূসী