বাসস দেশ-২২ : নারায়ণগঞ্জে ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ : অভিযান অব্যাহত থাকবে

259

বাসস দেশ-২২
স্থাপনা-উচ্ছেদ
নারায়ণগঞ্জে ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ : অভিযান অব্যাহত থাকবে
নারায়ণগঞ্জ, ১৭ জুন, ২০১৯ (বাসস) : নৌপরিবহণ মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীর দখলমুক্ত করতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
আজ বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন ফতুল্লার বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীর তীরে চারটি পাকা ভবন, পাঁচটি পাকা ওয়াল, দুটি ডকইয়ার্ড,২১টি অবৈধ বালু ভরাটকৃত স্থ্পানা এবং ৪টি টিনের শেডসহ মোট ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দুই দশমিক পাঁচ একর তীরভূমি অবমুক্ত করেছে।
এছাড়া বিআইডব্লিউটিএ-এর অভিযান পরিচালনাকারী দল বিভিন্ন সংস্থা থেকে অবৈধ স্থাপনার জন্য ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বিআইডব্লিউটিএ পরিচালিত নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে কর্তৃপক্ষ জানায়।
বাসস/সবি/এমএআর/২১০৫/জেহক