বাসস ক্রীড়া-১৯ : ওয়েস্ট ইন্ডিজকে হারালে নিজেদের রেকর্ড স্পর্শ করবে বাংলাদেশ

262

বাসস ক্রীড়া-১৯
ক্রিকেট-বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজকে হারালে নিজেদের রেকর্ড স্পর্শ করবে বাংলাদেশ
টনটন, ১৭ জুন, ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপের ২৩তম ম্যাচ জয়ের জন্য ৩২২ রানের টাগেট পেয়েছে বাংলাদেশ। টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩২১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই ম্যাচ জয়ের জন্য ৩২২ রানের টার্গেট পায় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেয়া এই টার্গেট স্পর্শ করতে পারলে নিজেদের আগের রেকর্ডেই ভাগ বসাবে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে রান তাড়া করে ৩২২ রান করে ম্যাচ জিতেছিলো টাইগাররা।
২০১৫ সালের বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের টার্গেটে ৩২২ রান করে ৬ উইকেটে জয় পেয়েছিলো বাংলাদেশ। তাই আজ ৩২২ রান স্পর্শ করতে পারলেই রান তাড়া করে নিজেদের আগের রেকর্ড স্পর্শ করবে টাইগাররা। তবে আজ ৩২২ রানের চেয়ে বেশি করতে পারলে নিজেদের ক্রিকেট ইতিহাসে তাড়া করে সর্বোচ্চ রানের রেকর্ড গড়বে বাংলাদেশ।
বাসস/এএসজি/এএমটি/২০১০/স্বব