বাসস ক্রীড়া-১৪ : পাকিস্তান দলের সমালোচনায় দেশটির সাবেকরা

319

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট বিশ্বকাপ
পাকিস্তান দলের সমালোচনায় দেশটির সাবেকরা
ম্যানচেস্টার, ১৭ জুন, ২০১৯ (বাসস) : পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনা করেছেন দেশটির সাবেক খেলোয়াড়রা। ইংল্যান্ডে চলমান ক্রিকেট বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ‘লড়াই ছাড়া’ হেরে যাওয়ায় পাকিস্তান দলকে আচ্ছা করে ধোলাই করেছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের নেতৃত্বাধীন ক্রিকেট সম্প্রদায়।
গতকাল ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বৃস্টি বিঘিœত ম্যাচে ভারতের রকাছে ৮৯ রানে পরাজিত হয় পাকিস্তান। এই নিয়ে বিশ্বকাপে টানা সপ্তম ম্যাচে ভারতের কাছে হারের রেতর্ড গড়ে পাকিস্তান।
আগে ব্যাট করে ভারত নিধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রান করলে টস জিতে সরফরাজ আহমেদের বোলিং করার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়।
বৃষ্টি আইনে নির্ধারিত ৪০ ওভারে ১৯৯২ চ্যাম্পিয়ন পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ২১২ রানে আটকে গেলে ৮৯ রানে জয় পায় ভারত।
ওয়াসিম আকরাম বলেন, ‘আমার কাছে দল নির্বাচন ঠিক হয়নি এবং এই বিশ্বকাপে আমি দলের কোন পরিকল্পনা দেখছিনা।’
‘জয়-পরাজয় খেলারই অংশ। তবে কোন লড়াই না করে আমরা যেভাবে হেরেছি এটা কোন পথ হতে পারেনা।’ অধিনায়ক সরফরাজ আহমেদ তার আগে বোলিং করার সিদ্ধান্তই সমর্থন করেছেন। তবে সাবেক অনেক খেলোয়াড়ের মতেই পিচ বিবেচনায় সরফরাজের এ সিদ্ধান্ত সঠিক ছিলনা।
সাবেক টেস্ট ব্যাটসম্যান বাসিত আলী বলেন, ‘টস জিতলে আগে বোলিং করবে বলে বিরাট কোহলি মূলত মনস্তাত্বিক খেলা খেলেছেন এবং আমরা তার ফাঁদে পা দিয়েছি।’
কোহলি নিজেকে সরফরাজের তুলনায় অনেক বেশি দক্ষ অধিনায়ক ও ভাল পরিকল্পনাকারী হিসেবে দেখিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
সাবেক ফাস্ট বোলার সিকান্দার বখত যথেষ্ঠ ভাল পারফরমেন্স করতে না পারলে খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি ও ম্যাচ ফি কমানোর একটা পদ্ধতি চালু করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘এই খেলোয়াড়দের কাছ থেকে আরো বেশি দায়িত্বশীল এবং চাপের মধ্যেও ভাল পারফরমেন্স পাওয়ার এক মাত্র পথ হচ্ছে পারফরমেন্স কেন্দ্রিক পেমেন্ট।’
সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফও পাকিস্তানের দুর্বল পারফরমেন্সের সমালোচনা করে বলেছেন, দলের শারীরিক ভাষা ইতিবাচক ছিল না।
তিনি বলেন, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলতাম তখন এটা হতো আমাদের কাছে পুরস্কার ম্যাচ এবং আমরা হারতে চাইতাম না। তবে গতকালের ম্যাচে আমাদের অধিনায়ক ও অন্য খেলোযাড়দের শারীরিক ভাষা কেবলমাত্র ইতিবাচক ছিল না তাই নয় যথেষ্ঠ শক্তিশালীও ছিল না।’
ইউসুফ বলেন, সবাই জানত ভাল মানের ব্যাটসম্যানদের সমন্বয়ে গড়া ভারতীয় বর্তমান দলটি মানসম্মত এবং তাদেরকে হারাতে একমাত্র উপায় হচ্ছে তাদেরকে চাপে ফেলা।
ভারতের বিপক্ষে দলের আত্মবিশ্বাসের ঘাটতির সমালোচনা করে সাবেক টেস্ট ওপেনার মহসিন খান বলেন,‘দুই বছর আগে বিরাট কোহলি টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছিল, একই ভুল কাল করেছে সরফরাজ। একটা দলের ব্যাটিং লাইন আপ যত শক্তিশালীই হোক না কেন এ ধরনের ম্যাচে বড় রান তাড়া করতে আপনি চাপে থাকবেনই।’
সাবেক প্রধান নির্বাচক ও প্রধান কোচের দায়িত্ব পালন করা খান বলেন, ‘ভারতীয় এই দলটি যত শক্তিশালীই হোক না কেন সেটা কোন ব্যাপার নয়, মূল বিষয় হচ্ছে আমাদের খেলোয়াড়রা কোন প্রেরণা, শক্তি দেখায়নি যে, আমরা এ ম্যাচটি জিততে পারি।’
সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের মতে খেলোয়াড়দের একটা পরিকল্পনা এবং সেটা বাস্তবায়ন নিশ্চিত করার দায়িত্ব ছিল অধিনায়ক ও কোচের।
তিনি বলেন, ‘অতীতে আমাদের সুযোগ-সুবিধা কম থাকা সত্ত্বেও আমাদের উদ্যমের কারণে ভারতের বিপক্ষে বহু ম্যাচ আমরা জিতেছি। এখন পরিস্থিতি ভিন্ন এখন বরং আমাদের তুলনায় ভারতীয় খেলোয়াড়দের শক্তি ও উদ্যমটা বেশি পরিলক্ষিত হচ্ছে।’
সাবেক ফাস্ট বোলার পাকিস্তান দলকে মেধাহীন বলে সমালোচনা করেছেন।
বাসস/স্বব/১৯১৫/-এমএইচসি