টনটনে অভিষেক হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের

254

টনটন, ১৭ জুন, ২০১৯ (বাসস) : টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে আজ দ্বাদশ বিশ্বকাপে ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মত এই ভেন্যুতে খেলতে নামলো দু’দল। নিজেদের ওয়ানডে ইতিহাসে আগে কখনোই এই ভেন্যুতে ওয়ানডে খেলেনি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
টনটনের এই ভেন্যুতে পাঁচটি ওয়ানডে ও ১টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখন অবধি কোন টেস্ট ম্যাচ হয়নি। ১৯৮৩ সালে প্রথম এখানে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় টনটনে। ঐ ম্যাচে শ্রীলংকাকে ৪৭ রানে হারায় স্বাগতিক ইংল্যান্ড। এরপর ১৬ বছর কেটে যায় কোন ওয়ানডে হয়নি। ১৯৯৯ সালে বিশ্বকাপের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। ১৫ মে কেনিয়াকে ৫ উইকেটে জিম্বাবুয়ে ও ২৬ মে শ্রীলংকাকে ১৫৭ রানের বড় ব্যবধানে হারায় ভারত।
ঐ ম্যাচের পর আবারো দীর্ঘ সময় ধরে টনটনে ওয়ানডে অনুষ্ঠিত হয়নি। অবশেষে ২০ বছর চলমান বিশ্বকাপের দু’টি ম্যাচ এখন পর্যন্ত হয়েছে। গত ৮ জুন আফগানিস্তান-নিউজিল্যান্ড মুখোমুখি হয়। ঐ ম্যাচে আফগানদের ৭ উইকেটে হারায় কিউইরা। এরপর ১২ জুন আরেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪১ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
এই ভেন্যুতে একটি টি-২০ অনুষ্ঠিত হয়েছিলো ২০১৭ সালের জুনে। স্বাগতিক ইংল্যান্ডকে ৩ রানে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকা।