বাসস ক্রীড়া-১০ : মুস্তাফিজের হাফ-সেঞ্চুরি

173

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ-মুস্তাফিজ
মুস্তাফিজের হাফ-সেঞ্চুরি
টনটন, ১৭ জুন, ২০১৯ (বাসস) : ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের জার্সি গায়ে ৫০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। দ্বাদশ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ টনটনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে খেলতে নামলেন ফিজ। বাংলাদেশের ২৭তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৫০তম ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করলেন কাটার মাস্টার।
২০১৫ সালের ১৮ জুন ওয়ানডে অভিষেক ঘটে মুুস্তাফিজের। ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঐ ম্যাচে চমক দেখান ফিজ। ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বল হাতে ৯ দশমিক ২ ওভারে ৫০ রানে ৫ উইকেট নেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে চমক দেখিয়েই ক্ষান্ত হননি তিনি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও নিজের সেরাটা প্রদর্শন করেন মুস্তাফিজ। ১০ ওভারে ৪৩ রানে ৬ উইকেট নেন তিনি। তৃতীয় ওয়ানডে ২ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেন ফিজ। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।
নিজের বোলিং ক্যারিয়ারে এরপর আর একবার ৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। অভিষেকের বছরই ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে ৮ ওভারে ৩৪ রানে ৫ উইকেট নেন ফিজ।
আজকের ম্যাচের আগে ৪৯ ম্যাচের ৪৮ ইনিংসে ৮৭ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।
বাসস/এএসজি/এএমটি/১৮২৫/স্বব