বাসস দেশ-১৩ : ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : বিভাগীয় কমিশনার

172

বাসস দেশ-১৩
ভেজাল-অভিযান-অব্যাহত
ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : বিভাগীয় কমিশনার
চট্টগ্রাম, ১৭ জুন, ২০১৯ (বাসস): চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান বলেছেন, সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষার লক্ষ্যে ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান সারাবছর অব্যাহত থাকবে।
আজ চট্টগ্রাম বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, চতুর্দিকে দেখছি ভেজালের ছড়াছড়ি। তা কোনভাবে ছাড় দেওয়ার মতো নয়। যতবড়ই কোম্পানির পণ্য হোক না কেন, ভেজালের উপস্থিতি পাওয়া গেলেই বাজেয়াপ্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এসময় ভ্রাম্যমান আদালতের অভিযান যাতে আগের তুলনায় বৃদ্ধি করা হয় উপস্থিত জেলা প্রশাসকদের সেই নির্দেশ দেন তিনি।
এ সময় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার মাহবুবর রহমান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়েজুর রহমান, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামীসহ চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/জিই/এসকেবি/এসএস/১৮২০/এএএ