অভিষেকেই প্যারাগুয়েকে রুখে দিল কাতার

201

রিও ডি জেনিরো, ১৭ জুন, ২০১৯ (বাসস/এএফপি) : প্যারাগুয়ের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে কোপা আমেরিকায় দুর্দান্ত অভিষেক হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের।
অস্কার কারডোজোর পেনাল্টি ও ডারলিস গঞ্জালেজের অসাধারান স্ট্রাইকে ৫৬ মিনিটে দক্ষিণ আমেরিকান দলটি রিও ডি জেনিরোতে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু ৬৮ মিনিটে আলমোয়েজ আলী ও ম্যাচ শেষের ১৩ মিনিট আগে বোয়ালেম খৌকির গোলে প্যারাগুয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে ২০২২ বিশ্বকাপের স্বাগতিকরা।
ম্যাচ শেষে কাতারের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ বলেছেন, ‘এটা সত্যিই দারুন একটি ফলাফল। এই পয়েন্টটা আমাদের প্রাপ্য ছিল।’
নিজেদের ওপর বিশ্বাস রেখে খেলোয়াড়দের টুর্নামেন্টে এগিয়ে যাবার তাগিদ দিয়েছেন ফেলিক্স। আর এতেই দলের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরী হবে বলে তিনি মনে করেন। শনিবার গ্রুপের প্রথম ম্যাচে লিয়নেল মেসির আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করে কোপা মিশন শুরু করেছে কলম্বিয়া। শীর্ষে থাকা কলম্বিয়ার পরে দুই পয়েন্ট পিছিয়ে আর্জেন্টিনাকে পিছনে ফেলে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কাতার।