বাসস দেশ-৫ : রাজধানীতে অটোরিক্সা ছিনতাই চক্রের ছয় সদস্য গ্রেফতার

195

বাসস দেশ-৫
অভিযান-গ্রেফতার
রাজধানীতে অটোরিক্সা ছিনতাই চক্রের ছয় সদস্য গ্রেফতার
ঢাকা, ১৭ জুন, ২০১৯ (বাসস) : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাইকারী চক্রের সক্রিয় ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আটককৃতরা হলো- মো: হারুন অর রশিদ (২৮), রুহুল আমিন (৩৬), মো: জামাল হোসেন (৬০), মো: সোহেল খাঁ (৪০),ওয়ালী উল্লাহ ওরফে জয় (২১) ও মো: রশিদ খান (৪৫)। এসময় তাদের কাছ থেকে ১টি সিএনজি অটোরিক্সা ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মঞ্জুরুল কবীর এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, রোববার রাত ৮টা থেকে শুরু করে আজ সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুরের দারুস সালাম, ডেমরা ও দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি ছিনতাইয়ের একটি চক্রের সক্রিয় ৬ সদস্য আটক করে।
গ্রেফতারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা কৌশলে অটোরিক্সা ছিনতাই করে এবং তা আটকে রেখে মালিকের কাছ থেকে মোটা অংকের নগদ টাকা আদায় করতো।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৫৪২/কেকে