বাজিস-১৩ : রাঙ্গামাটিতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

265

বাজিস-১৩
রাঙ্গামাটি-সেমিনার
রাঙ্গামাটিতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
রাঙ্গামাটি, ১৬ জুন, ২০১৯ (বাসস) : ‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ-সম্মান দুটোই পাই’ এই প্রতিপাদ্যে এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আরিফ আহমদ।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শফি কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিন আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সরকারী কর্মকর্তা প্রমুখ।
বাসস/সংবাদদাতা/২০৫০/এমকে