বাসস দেশ-২৬ : ভাষাসৈনিক গাজীউল হকের নবম মৃত্যুবার্ষিকী কাল

153

বাসস দেশ-২৬
গাজীউল হক-মৃত্যুবার্ষিকী
ভাষাসৈনিক গাজীউল হকের নবম মৃত্যুবার্ষিকী কাল
ঢাকা, ১৬ জুন, ২০১৯ (বাসস) : ভাষাসৈনিক এ্যাডভোকেট আ. ন. ম গাজীউল হকের নবম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। ২০০৯ সালের এই দিনে তিনি রাজধানীর হাজীপাড়া নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন।
দিবসটি উপলক্ষে দেশ ও দেশের বাইরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দিনটিতে অস্ট্রেলিয়ার সিডনি, হাজীপাড়ার ‘ঝিলম’ এবং বগুড়ার সুলতানগঞ্জে ‘ভাষা নীড়’ মাজারে পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়া থানার নিচিন্তা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ভাষাসৈনিক গাজীউল হক। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের অগ্রভাগে ছিলেন তিনি।
১৯৫৩ সালে ছাত্র আন্দোলনের জন্য তিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের জন্য বহিষ্কৃত হন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর এম. এ ডিগ্রি কেড়ে নেন। ১৯৫৩ সালের মে মাসে তিনি নিরাপত্তা আইনে গ্রেফতার হন। পরবর্তীতে ছাত্র আন্দোলনের চাপে কর্তৃপক্ষ তাঁর ডিগ্রী ফেরত দিতে বাধ্য হয়।
এরপরেও তিনি বহুবার কারাভোগ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।
বাসস/সবি/কেসি/২০০৫/কেকে