পরিকল্পিত নগর উন্নয়ন নাগরিকদের সেবা প্রাপ্তি সহজ করে : এলজিআরডি মন্ত্রী

334

ঢাকা, ১৬ জুন, ২০১৯ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, পরিকল্পিত নগর উন্নয়ন নাগরিকদের সেবা প্রাপ্তি সহজ করে।
তিনি আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা এবং চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘স্মার্ট ও সেফ সিটি ফিজিবিলিটি স্টাডি (পাইলট প্রকল্প) প্রকল্প’ বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তাজুল ইসলাম ১৯৮৬ সালে তার প্রথম চীন সফরের পাশাপাশি চীনের বর্তমান উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষত পরিকল্পিত নগর উন্নয়নে চীন অভূতপূর্ব উন্নতি করেছে। তিনি বলেন, ‘চীনের এই বিশ^বিদ্যালয়ের গবেষণা আমাদের এ ব্যাপারে সহায়ক হতে পারে’।
সমঝোতা স্মারকে লাকসাম পৌরসভার পক্ষে সই করেন লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়ের এবং চীনের সিংহুয়া বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অফ পাবলিক সেফটি রিসার্চের সহকারী ডীন ইয়াংসিয়া ল্যাং।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
এ সমঝোতা স্মারকের মেয়াদ হবে ১ বছর তবে উভয় পক্ষের লিখিত সম্মতিতে তা বাড়তে পারে। সমঝোতা স্মারক অনুযায়ী সিংহুয়া বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব পাবলিক সেফটি রিসার্চ সহযোগিতার সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করবে এবং কিভাবে লাকসাম পৌরসভায় ডিজিটাল সেবাসমূহ প্রদান করা যায় এবং সমন্বিত কেন্দ্রিয় কমান্ড সিস্টেম চালু করা যায় তা নির্ণয় করবে।
এছাড়াও কর ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়ন সহ জনসাধারণের সেবার মান বৃদ্ধি করার উপায় নিয়েও গবেষণা করা হবে।