বাসস ক্রীড়া-১১ : পাকিস্তানের আমিরকে দুই বার সতর্ক করলেন আম্পয়াররা

118

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বিশ্বকাপ
পাকিস্তানের আমিরকে দুই বার সতর্ক করলেন আম্পয়াররা
ম্যানচেস্টার, ১৬ জুন, ২০১৯ (বাসস) : ৫০ ওভারের বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলছেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমির। এর আগে সুযোগ হয়েও হয়নি। ২০১৯ বিশ্বকাপে সুযোগ পেয়ে শুরু থেকেই দারুন ফর্মে তিনি। ভারতের বিরুদ্ধে ম্যানচেস্টারে তাই আজ উন্মাদনাটাও বেশি ছিল। ওল্ট ট্রাফোর্ডে শুরুটা দারুন করেছে ভারত। তার মধ্যেই সাবধান করা হল পাকিস্তান ফাস্ট বোলার ফাস্ট আমিরকে। দু’বার বল করার সময় পিচের এমন জায়গায় পৌঁছে গেলেন যেটা নিয়ম বহির্ভূত। আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড আমিরের কাছে গিয়ে তাঁকে তাঁর ভুলটা ধরিয়ে দিলেন। একবার তৃতীয় ওভারে ও একবার পঞ্চম ওভারে তিনি পিচের উপর উঠে পড়েন। তার পরই তাঁকে সাবধান করেন আম্পায়ার। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং জুটিতে ১৩৬ রান তোলে ভারত।
তৃতীয় ওভারের চতুর্থ বলে আম্পায়ার অক্সেনফোর্ড আমিরকে আনুষ্ঠানিক সাবধান করেন। অধিনায়ক সরফরাজ আহমেদ সঙ্গে সঙ্গেই আম্পায়ারের দিকে এগিয়ে যান ও তাঁর সঙ্গে কথা বলেন।
এর পর পঞ্চম ওভারের পঞ্চম বলের পরও একই ঘটনা ঘটান তিনি। ডেঞ্জার জোনে চলে যান তিনি যখন লোকেশ রাহুলকে বল করছিলেন।
যদি আর একটি সাবধানবানী তাঁকে দেওয়া হয় তাহলে তাঁকে আর বল করতে দেওয়া হবে না। পাকিস্তান দল অবশ্যই সেটা চাইবে না। কারন বোলারদের মধ্যে দারুন ছন্দে রয়েছেন আমির।
আমির তাঁর প্রথম স্পেলে চার ওভারে মাত্র আট রান দেন। প্রথম ওভারটি মেডেন দেন তিনি।
সাবধান করার পর আমির ডেঞ্জার জোনটি ভাল করে দেখেন,। অল-রাউন্ডার মহম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে জায়গাটি ভাল করে বুঝে নেওয়ার চেষ্টা করেন তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী, বোলাররা বল করার পর স্টাম্পসের কাছে পিচের একটা অংশের পর আর যেতে পারবেন না। যাতে পিচের কোনও ক্ষতি না হয় এবং ব্যাটসম্যানদের কোনও সমস্যায় পড়তে না হয়। যে দিক থেকে বল করছে তার উল্টোদিকের স্টাম্পসের এলাকায় চলে গেলে বোলার, ব্যাটিংয়ের সমস্যা হতে পারে।
এর আগে টস জিতে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। বৃষ্টির সম্ভাবনার কথা ভেবেই এ সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক।
বাসস/১৮৪০/স্বব