বাসস দেশ-১৫ : অটিজম আক্রান্ত শিশুদের দক্ষ ও যোগ্যতাসম্পন্ন করে তুললে দেশ এগিয়ে যাবে : বক্তারা

174

বাসস দেশ-১৫
অটিস্টিকশিশু- যোগ্যতা
অটিজম আক্রান্ত শিশুদের দক্ষ ও যোগ্যতাসম্পন্ন করে তুললে দেশ এগিয়ে যাবে : বক্তারা
চট্টগ্রাম, ১৬ জুন, ২০১৯ (বাসস) : নগরীর এক সভায় বক্তারা বলেছেন, চিকিৎসা ও সেবা দিয়ে অটিজম আক্রান্ত শিশুদের দক্ষ ও যোগ্যতাসম্পন্ন করা হলে দেশ আরো এগিয়ে যাবে।
আজ চট্টগ্রাম জেলার চাঁদগাও আবাসিক এলাকায় স্পেশাল শিশুদের (অটিস্টিক) জন্য গড়া বিশেষায়িত প্রতিষ্ঠান ‘উই কেয়ার ফাউন্ডেশন’ কার্যালয়ে আয়োজিত পরিচালনা পরিষদের এক সভায় বক্তারা এ কথা বলেন।
সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী,পরিচালনা পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মো. নাছির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দিন হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, উই কেয়ার অটিজম স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং পরিচালনা পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মীর মেশকাতুন নূর প্রমুখ।
রিজিয়া রেজা চৌধুরী বলেন, স্পেশাল শিশুদের পাশে যথাযথ দায়িত্বশীল হয়ে দাঁড়ালে তাদেরকেও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা যায়। অন্যদিকে অটিজমের কারণে কোন বিশেষ শিশুকে যেন অবহেলা করা না হয় সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে হবে।
সভায় আগামী ২০ জুন থেকে ফাউন্ডেশনের পরিচালনাধীন ‘উই কেয়ার অটিজম স্কুল’-এ শিক্ষা ও সেবামূলক কার্যক্রম শুরুর বিষয়টি চুড়ান্ত করা হয়।
’উই কেয়ার,উই চেঞ্জ’ স্লোগানে যাত্রা শুরু করেছে স্পেশাল শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান ‘উই কেয়ার’। স্পেশাল শিশুদের শিক্ষা ও সেবা দিতে প্রতিষ্ঠানটি ০১৮৮৩৯০৬২০০৭ নাম্বারের সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। এখানে আবাসিক শিক্ষা ও সেবা দেয়া হয়।
বাসস/সবি/এসএস/১৮১৩/-জেজেড