বাসস ক্রীড়া-৯ : বাংলাদেশের অপরিচিত ভেন্যু টনটনের আদ্যপান্ত

161

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বাংলাদেশ
বাংলাদেশের অপরিচিত ভেন্যু টনটনের আদ্যপান্ত
টনটন, ১৬ জুন ২০১৯ (বাসস) : টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ভেন্যুতে আগে কখনো খেলেনি টাইগাররা। কালই এই ভেন্যুতে প্রথম খেলতে নামবে মাশরাফির দল। তাই টনটনের এই ভেন্যুটি বাংলাদেশের কাছে পুরোপুরিভাবে অপরিচিত। এবার টনটনের এই ভেন্যুর কিছু রেকর্ডের দিকে চোখ বুলানো যাক। টনটনের এই ভেন্যুতে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে ও ১টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ানডে :
সর্বোচ্চ দলীয় রান : ভারত ৩৭৩/৬, ৫০ ওভার, বিপক্ষ- শ্রীলংকা, সাল- ১৯৯৯।
সর্বনি¤œ দলীয় রান : আফগানিস্তান ১৭২/১০, ৪১.১ ওভার, বিপক্ষ- নিউজিল্যান্ড, সাল- ২০১৯।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : সৌরভ গাঙ্গুলী (ভারত) ১৮৩ রান, প্রতিপক্ষ-শ্রীলংকা, সাল- ১৯৯৯।
সবচেয়ে বেশি রান : সৌরভ গাঙ্গুলী (ভারত) ১ ম্যাচে ১৮৩ রান।
সবচেয়ে বেশি উইকেট : মোহাম্মদ আমির (পাকিস্তান) ১ ম্যাচ ৫ উইকেট, প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া, সাল- ২০১৯।
সেরা বোলিং ফিগার : মোহাম্মদ আমির (পাকিস্তান), ১০ ওভার ৩০ রান ৫ উইকেট, প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া, সাল- ২০১৯।
সেরা জুটি (যেকোন উইকেটে) : ৩১৮ রান, দ্বিতীয় উইকেট, সৌরভ গাঙ্গুলী-রাহুল দ্রাবিড় (ভারত), প্রতিপক্ষ- শ্রীলংকা, সাল- ১৯৯৯।
টি-২০ :
সর্বোচ্চ দলীয় রান : দক্ষিণ আফ্রিকা ১৭৪/৮, ২০ ওভার, বিপক্ষ- ইল্যান্ড, সাল- ২০১৭।
সর্বনি¤œ দলীয় রান : ইংল্যান্ড ১৭১/৬, ২০ ওভার, বিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : জেসন রয় (ইংল্যান্ড) ৬৭ রান, দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
সবচেয়ে বেশি রান : জেসন রয় (ইংল্যান্ড) ৬৭ রান, দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
সবচেয়ে বেশি উইকেট : টম কারান (ইংল্যান্ড) ১ ম্যাচ ৩ উইকেট, দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
সেরা বোলিং ফিগার : টম কারান (ইংল্যান্ড) ৪ ওভার ৩৩ রান ৩ উইকেট, দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
সেরা জুটি (যেকোন উইকেটে) : ১১০ রান, দ্বিতীয় উইকেট, জেসন রয়-জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
বাসস/এএসজি/এএমটি/১৮১০/স্বব