বাসস দেশ-১০ : বিএসএমএমইউয়ে ১১৭ শ্রবণ প্রতিবন্ধী শিশু ‘কক্লিয়ার ইমপ্লান্ট’ এর বরাদ্দপত্র পেয়েছে

160

বাসস দেশ-১০
বিএসএমএমইউ-কক্লিয়ার-বরাদ্দ
বিএসএমএমইউয়ে ১১৭ শ্রবণ প্রতিবন্ধী শিশু ‘কক্লিয়ার ইমপ্লান্ট’ এর বরাদ্দপত্র পেয়েছে
ঢাকা, ১৬ জুন, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১১৭ শ্রবণ প্রতিবন্ধী শিশু ‘কক্লিয়ার ইমপ্লান্ট’ এর বরাদ্দপত্র পেয়েছে।এর আগে ৩২৪ শ্রবণ প্রতিবন্ধীকে এ ডিভাইস দেওয়া হয়েছিল। অন্তর্ভুক্ত হলো মোট ৪৪১ শ্রবণ প্রতিবন্ধী।
বিএসএমএমইউয়ের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকের অডিটোরিয়ামে ব্যয়বহুল চিকিৎসা ‘কক্লিয়ার ইমপ্লান্ট’ এর বরাদ্দপত্র নামমাত্র মূল্যে বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০১০ সাল থেকে শুরু হওয়া কক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচীর আওতায় বিএসএমএমইউয়ে এ পর্যন্ত ৩৫৩ জন শ্রবণ প্রতিবন্ধীর কক্লিয়ার ইমপ্লান্ট সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই আরো ৬ জন শ্রবণ প্রতিবন্ধীর কক্লিয়ার ইমপ্ল্যান্ট করা হবে। এর বাইরে ইতোমধ্যে ৩৫ জন নিজ খরচে কক্লিয়ার ইমপ্লান্ট সম্পন্ন করেছেন।
উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ।
সম্মানিত অতিথি ছিলেন,বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমের কর্মসূচী পরিচালক অধ্যাপক ডা. মো: আবুল হাসনাত জোয়াদার স্বাগত বক্তৃতা করেন।
জুয়েনা আজিজ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছাতেই মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো সম্পন্ন হচ্ছে। এ কর্মসূচীর সফল বাস্তবায়নও বর্তমান সরকারের অবদান।এতে শিশুসহ শ্রবণ প্রতিবন্ধীরা উপকৃত হচ্ছে।
উপাচার্য বলেন,শ্রবণ প্রতিবন্ধী শিশুদের ১০ লাখ টাকার কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস এবং এ সংক্রান্ত চিকিৎসাসেবা বিনামূল্যে দেয়া হচ্ছে।এসকল শ্রবণ প্রতিবন্ধীর অধিকাংশই শিশু।
কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমের কর্মসূচী পরিচালক অধ্যাপক ডা. মো: আবুল হাসনাত জোয়াদার বলেন, কক্লিয়ার ইমপ্লান্টের কারণে শ্রবণ প্রতিবন্ধীরা কানে শুনতে পাচ্ছে,কথা বলতে পারছে, তারা বোঝা না হয়ে সমাজের মূল ¯্রােত ধারায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান বলেন, বিএসএমএমইউ ছাড়াও দেশের কয়েকটি মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউটে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রম হচ্ছে। এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধী শিশুরা উপকৃত হচ্ছে।
বাসস/সবি/এসএস/১৭৫০/জেহক