বাসস ক্রীড়া-৬ : শাস্তি হতে পারে শ্রীলংকার

174

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-বিশ্বকাপ
শাস্তি হতে পারে শ্রীলংকার
লন্ডন, ১৬ জুন, ২০১৯ (বাসস) : চলতি বিশ্বকাপে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পরাজিত হওয়ার পর নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে শাস্তির মুখে পড়তে পারে শ্রীলংকা ক্রিকেট।
ওভালে অস্ট্রেলিয়ার কাছে ৮৭ রানে পরাজিত হয় দিমুথ করুনারতেœর নেতৃত্বাধীন শ্রীলংকা দল। এ ম্যাচে পরাজিত হওয়ায় দলটির টুর্নামেন্টে খেলার আশা হুমকির মুখে পড়ে গেছে।
ম্যাচ শেষে লংকান অধিনায়ক করুনারতেœ ও অন্যান্য খেলোয়াড়দের নির্ধারিত একটি সংবাদ সম্মেলনে ও ‘মিক্সড জোনে’ হাজির হওয়ার কথা ছিল।
তবে তারা সংবাদ সম্মেলনে উপস্থিত হতে অস্বীকার করেন এবং টুর্নামেন্ট আয়োজক আইসিসির কাছ থেকে শাস্তির মুখোমুখি হতে পারে।
শ্রীলংকার বিপক্ষে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে আইসিসির এক মুখপাত্র সাংবাদিকদের বলেন,‘হ্যাঁ। শ্রীলংকা আমাদের জানিয়েছে তারা সংবাদ সম্মেলন করতে চান না। আইসিসি তাদের সঙ্গে কথা বলবে।’
টিম ম্যানেজার অশান্তা ডি মেল তার দলের প্রতি আইসিসির আচরণের সমালোচনা করার এক দিন পরই শ্রীলংকা গণমাধ্যমেরর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানালো।
ডি মেল বিশ্বকাপে পিচ, অনুশীলন সুবিধা, পরিবহণ এবং বাসস্থানের মানের সমালোচনা করেন।
ডি মেল-এর উদৃতি দিয়ে শ্রীলংকান সংবাদ পত্র ডেইলি নিউজ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে,‘ এটা একটা বিশ্বকাপ, যেখানে শীর্ষ স্থানীয় দশটি দর অংশ নিচ্ছে এবং আমি মনে অংশগ্রহণকারী সব দলের সঙ্গে সমান আচরণ করতে হবে।’
শ্রীলংকা দল বহনকারী বাসের সমালোচনা করে ডি মেল বলেন এটি অন্য দলগুলোকে দেয়া দোতলা বাসগুলোর চেয়ে বেশি চাপা।
তিনি কার্ডিফের নেট সুবিধাকে ‘অসন্তোসজনক’ এবং দল থাকার জন্য ব্রিস্টলে হোটেলে সুইমিং সুবিধা না থাকার সমালোচনা করেছিলেন।
বাসস/১৭৪০/স্বব