বাসস বিদেশ-৫ : তহবিল তছরুপের দায়ে ইসরাইলী প্রধানমন্ত্রীর স্ত্রী দোষী সাব্যস্ত

190

বাসস বিদেশ-৫
ইসরাইল-বিচার-রাজনীতি
তহবিল তছরুপের দায়ে ইসরাইলী প্রধানমন্ত্রীর স্ত্রী দোষী সাব্যস্ত
জেরুজালেম, ১৬ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : ইসরাইলের একটি আদালত রোববার দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে সরকারি তহবিল তছরুপের জন্যে দোষী সাব্যস্ত করেছে। তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নিয়ে ব্যক্তিগত ডিনার পার্টিতে খরচ করেছেন।
দায় স্বীকার করায় তার বিরুদ্ধে লঘু শাস্তিযোগ্য অভিযোগ আনা হয়েছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আদালত নেতানিয়াহুকে জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আভিতাল চেন এই রায় অনুমোদন করেন।
বাসস/কেএআর/১৭০৫/জুনা