পঞ্চগড়ে দেড় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

213

পঞ্চগড়, ১৬ জুন, ২০১৯ (বাসস) : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে আগামী ২২ জুন এক লাখ ৫২ হাজার ৮০৯ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে পঞ্চগড় জেলা স্বাস্থ বিভাগ।
ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার একহাজার ৭৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৪৮২ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লক্ষ ৩৬ হাজার ৩২৭ জন শিশুকে ১টি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজামউদ্দিন জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে জেলায় একহাজার ৭৭ টি কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।