বাসস দেশ-৭ : দক্ষিণ কোরিয়ায় সপ্তাহব্যাপী বাংলাদেশী খাদ্য উৎসব চলছে

190

বাসস দেশ-৭
সিউল-খাদ্যমেলা
দক্ষিণ কোরিয়ায় সপ্তাহব্যাপী বাংলাদেশী খাদ্য উৎসব চলছে
ঢাকা, ১৬ জুন, ২০১৯ (বাসস) : দক্ষিণ কোরিয়ায় এই প্রথম সপ্তাহব্যাপী বাংলাদেশী খাদ্য উৎসব শুরু হয়েছে।
সিউলস্থ বাংলাদেশ দূতাবাস বুসান শহরের পাঁচ-তারকা একটি হোটেলে ‘বাংলাদেশের রসনা’ শিরোনামে এ খাদ্য উৎসবের আয়োজন করেছে।
বাংলাদেশের প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের তিনজন রন্ধনশিল্পীসহ একজন সমন্বয়ক বুসান শহরের হোটেল প্যারাডাইসের রন্ধনশিল্পীদের সহযোগিতায় এ উৎসবের জন্য বানাচ্ছে বাংলাদেশের বিশেষ খাবার।
আগামী ১৯ জুন ২০১৯ পর্যন্ত এই উৎসব চলবে, যা সকলের জন্য উন্মুক্ত।
আজ রোববার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বুসান মেট্রোপলিটন সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক রাষ্ট্রদূত উ কিউং-হা গত ১৩ জুন হোটেল প্যারাডাইসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ দিনব্যাপী বংলাদেশী খাদ্য উৎসবের উদ্বোধন করেন।
সিউলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
তিনি বলেন, বাংলাদেশের রসনা ও উষ্ণ আতিথেয়তার মাধ্যমে কোরিয়ানদের মন জয় করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
বুসানে নিয়োজিত বিভিন্ন দেশের অনারারি কনসালগণ, বুসান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, কোরিয়া এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এসোসিয়েশনের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যটন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানগণসহ দূতাবাসের কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসস/সবি/জেডআরএম/১৬৩৫/কেকে