২১ দিনের অবকাশ শেষে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

259

ঢাকা, ১৬ জুন, ২০১৯ (বাসস) : সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশের কারণে টানা ২১ দিন পর আজ ১৬ জুন রোববার থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
সকাল থেকেই আইনজীবী ও বিচার প্রার্থীদের আগমনে মুখরিত সর্বোচ্চ আদালত অঙ্গন। গত ২৬ মে থেকে কাল ১৫ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশের কারণে টানা ২১ দিন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকে যথারীতি শুরু হয় সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম।
সর্বোচ্চ আদালতে টানা ২১ দিন নিয়মতি বিচার কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিভিন্ন বেঞ্চ গঠন করা হয়। এসব বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তি হয়েছে।