ইনজুরি নিয়ে ইংল্যান্ড দলে চিন্তার কোন কারণ নেই : মরগান

198

সাউদাম্পটন, ১৫ জুন, ২০১৯ (বাসস) : ইংল্যান্ড বিশ্বকাপ দলে ইনজুরির তালিকা বড় হচ্ছে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ইনজুরির কারণে জেসন রয় এবং তিনি নিজে মাঠ ছাড়তে বাধ্য হলেও দলে ইনজুরি নিয়ে চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগান।সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট উইকেটে জয়ী হয়ে চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক পর্যায়ে তিনি উঠে দাঁড়াতে বাধ্য হন।
এর আগে ইনজুরির কারণে তিনি এবং রয় উভয়েই ওয়েস্ট ইন্ডিজ ইনিংস চলাকালে মাঠ ছাড়তে বাধ্য হন।
মরগানের রয়েছে পিঠে সমস্যা এবং রয়ের বাম হ্যামস্ট্রিং ইনজুরি। ইংল্যান্ড ইনিংসে এরা কেউই ব্যাটিং করতে পারেননি।
মরগান বলেন,‘ আমি মনে দলের যে কোন দু’জন খেলোয়াড় ইনজুরিতে পড়লে সেটা অবশ্যই দু:শ্চিন্তার বিষয়। আমরা উত্তেজনাকর কিংবা এমন কোন অবস্থায় এখনো আছি বলে আমি মনে করিনা।’
‘আমরা কেবল দেখব পরবর্তী ৪৮ ঘন্টায় অবস্থা কি দাঁড়ায় এবং তারপর কোন দিকে যায়।’
মরগান বলেন ব্যথার কারণে তিনি উঠে দাঁড়াতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন,‘হ্যাঁ, এটা একটা ক্ষত। অতীতেও আমার পিঠে খিচুনি সমস্যা ছিল। আমাদের মনে হচ্ছে এটা আরেকটা সমস্যা।’
‘সাধারনত এটা ভাল হতে অল্প কয়েক দিন সময় লাগে। তবে আজকের বিষয়টি পরিস্কার নয়। আগামী ২৪ ঘন্টায় আমরা পুরোপুরি বুঝতে পারব। দেখি আগামীকাল কি হয়।’
গত সপ্তাহে বাংলাদেশেনর বিপক্ষে জয়ী ম্যাচে ১৫৩ রান করা রয়ের ইনজুরি সম্পর্কেও পুরোপুরি পরিস্কার নন মরগান।
তিনি বলেন,‘ আগামীকাল তার কি অবস্থা হবে আমি জানিনা। তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দিয়েছে সুতরাং স্ক্যান করা হবে এবং ফল জানতে আমাদের ৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে।’
অধিনায়ক বলেন আগামী মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন কিনা তা এখনি বলা যাচ্ছে না।’