বাসস ক্রীড়া-১ : বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

340

বাসস ক্রীড়া-১
বিশ্বকাপ-ভারত-পাকিস্তান
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান
ঢাকা, ১৫ জুন, ২০১৯ (বাসস) : ইংল্যান্ড বিশ্বকাপে আগামীকাল রোববার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তান। বিশ্বকাপ ইতিহাসে এটা হবে পার্শ্ববর্তী দেশ দুটির সপ্তম ম্যাচ। এবারের বিশ্বকাপে এটা হবে ভারতের চতুর্থ এবং সম্ভবত আসরের সবচেয়ে প্রতিক্ষিত ম্যাচ। মেগা এ ইভেন্টে আগে পাকিস্তানের বিপক্ষে ছয় ম্যাচের সব ক’টিতেই জয়ী হয়েছে ভারত। এ ছয় ম্যাচের তিনটিতেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ভারতের শচিন টেন্ডুলকার।
এবার আমরা বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে দৃষ্টি দেব:
অতীত ফল:
১৯৯২- ভারত ৪৩ রানে জয়ী। ম্যাচ সেরা শচিন টেন্ডুলকার(ভারত)।
১৯৯৬-ভারত ৩৯ রানে জয়ী। ম্যাচ সেরা নভোজাত সিঁধু (ভারত)
১৯৯৯-ভারত- ৪৭ রানে জয়ী। ম্যাচ সেরা ভেংকটেশ প্রসাদ(ভারত)
২০০৩-ভারত ৬ উইকেটে জয়ী। ম্যাচ সেরা শচিন টেন্ডুলকার(ভারত)
২০১১-ভারত ২৯ রানে জয়ী। ম্যাচ সেরা শচিন টেন্ডুলকার(ভারত)
২০১৫-ভারত ৭৬ রানে জয়ী। ম্যাচ সেরা বিরাট কোহলি(ভারত)
ব্যাটিং পারফরমেন্স:
৩০০/৭,২০১৫ বিশ্বকাপে ভারতের রান সংখ্যা। বিশ্বকাপ আসরে যা দুই দলের সর্বোচ্চ স্কোর।
১৭৩/১০, ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের রান। বিশ্বকাপে যা দুই দলের সর্ব নি¤œ স্কোর।
৩১৩ শচিন টেন্ডুলকারের রান। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে যা দুই দলের মধ্যে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ রান।
১০৭ ,২০১৫ বিশ্বকাপে বিরাট কোহলির রান। দুই দলের মধ্যে বিশ্বকাপ ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
২ সেঞ্চুরি। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি সংখ্যা। যার একটি করেছেন পাকিস্তানের সাঈদ আনোয়ার(১০১,২০০৩ বিশ্বকাপ) এবং অন্যটি ভারতের বিরাট কোহলি(১০৭,২০১৫ বিশ্বকাপ)।
১৩ হাফ সেঞ্চুরি। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের হাফ সেঞ্চুরি সংখ্যা।
৩ হাফ সেঞ্চুরি। বিশ্বকাপে দুই দলের মধ্যে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ হাফ সেঞ্চুরি, যার মালিক শচিন টেন্ডুলকার।
বোলিং পারফরমেন্স:
৮উইকেট-বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় কোন খেলোয়াড়ের সর্বোচ্চ উইকেট সংখ্যা। যে রেকর্ডের মালিক ভেংকটেশ প্রসাদ।
৫/২৭- বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় কোন বোলারের সেরা বোলিং ফিগার। ১৯৯৯ বিশ্বকাপে ভেংকটেশ প্রসাদের রেকর্ড।
৩ বার ৫ উইকেট শিকার- বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে তিন জনের পাঁচ উইকেট শিকারের রেকর্ড। এ তিন খেলোয়াড় হলেন ভারতের ভেংকটেশ প্রসাদ (৫/২৭,১৯৯৯বিশ্বকাপ), পাকিস্তানের ওয়াহাব রিয়াজ (৫/৪৬,২০১১বিশ্বকাপ) ও সোহেল খান(৫/৫৫,২০১৫ বিশ্বকাপ)।
উইকেট-কিপিং পারফরমেন্স:
৪ ডিসমিজাল-বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে একজন উইকেটরক্ষকের সর্বোচ্চ ডিসমিজালের সংখ্যা।যে রেকর্ডটি রয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনির দখলে।
৩ডিসমিজাল- বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিজাল সংখ্যা। ১৯৯২ আসরে ভারতের কিরণ মোরে, ২০১১ পাকিস্তানের কামরান আকমল এবং ২০১৫ আসরে ভারতের এম এস ধোনির দখলে আছে রেকর্ড তিনটি।
ফিল্ডিং পারফরমেন্স:
৫-বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ ক্যাচ সংখ্যা। যেটি রয়েছে ভারতের অনিল কুম্বলের দখলে।
বাসস/০৯৩০/স্বব