উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

169

ঢাকা, ১৬ জুন, ২০১৮ (বাসস) : সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
আজ রোববার ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা ঈদগাহ ময়দানে ঈদের জামায়াতের নামাজ আদায়ের শুরুতে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এই আহবান জানান।
শামসুর রহমান শরীফ বলেন, ঈদের দিনের কোলাকুলির ন্যায় সকলে ভাগাভাগি করে উন্নত বাংলাদেশ গড়ার কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে।
তিনি বলেন, সকলকে ধৈর্যশীল হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন। তাই তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।
উপস্থিত জনতার উদ্দেশ্যে শামসুর রহমান শরীফ বলেন, সমাজে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কোনভাবে প্রশ্রয় দিবেন না। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করতে হবে।