বিশ্বকাপে সব দলের ক্ষতিকারক হবে বৃষ্টি : টেইলর

241

টনটন, ১৪ জুন, ২০১৯ (বাসস) : শুধুমাত্র ক্রিকেটপ্রেমিরাই নয়, বেরসিক বৃষ্টির কারণে খুবই বিরক্ত বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড়রা। গতকালও ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এতে দু’দলের কোন ক্ষতি হয়নি। কারণ পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থায় আছে তারা। কিন্তু খেলতে না পারার আফসোস ঠিকই আছে খেলোয়াড়দের। যেমনটা ছিলো বাংলাদেশের। গেল ১১ জুন শ্রীলংকার বিপক্ষে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। ম্যাচ পরিত্যক্ত হবার পর হতাশ কন্ঠে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও কোচ স্টিভ রোডস।
আর গতকাল ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়াতে মন খারাপ করেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। তিনি বলেন, ‘ইংল্যান্ড দারুন জায়গা। কিন্তু এখানের আবহাওয়ার কোন ঠিক নেই। বৃষ্টি ও বৈরি আবহাওয়া সর্বত্র। টুর্নামেন্ট এখন মাঝপথে। ইতোমধ্যে চারটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। এখনো অনেক ম্যাচ বাকী রয়েছে। আমি নিশ্চিত বৃষ্টি সব দলের জন্যই ক্ষতিকারক হবে।’
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অনেক দলই জয় বঞ্চিত হবে। ফলে এক পয়েন্ট করে পেয়ে, টুর্নামেন্ট থেকে ছিটকেও পড়তে পারে। যা খেলোয়াড়দের মনমানসিকতায় অনেক সমস্যা তৈরি হবে। তিনি বলেন, ‘ম্যাচের আগের দিন অনুশীলনে নিজেদের ভালোভাবে তৈরি করার পর খেলতে না পারাটা অনেক বেশি হতাশার। এছাড়া যে ম্যাচে জয়ের জন্য উদগ্রীব থাকবে দলগুলো, সে ম্যাচে পয়েন্ট না পাওয়াটা অনেক ক্ষতিকর। যা খেলোয়াড়দের মনমানসিকতায় ব্যাঘাত ঘটাতে পারে।’
বৃষ্টির ছোবল থেকে রক্ষা পায়নি নিউজিল্যান্ডও। নিজেদের প্রথম ম্যাচে খেলে জয় তুলে নিতে পারলেও চতুর্থ ম্যাচে লড়াই করার সুযোগই পায়নি কিউইরা। ভারতের সাথে তাদের চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ফলে ৪ খেলায় ৩ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।