নরসিংদীর ৬৫০ বেকার যুবককে ঋণ প্রদান

172

নরসিংদী, ১৪ জুন, ২০১৯ (বাসস) : চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে জেলার ৬৫০ শিক্ষিত বেকার যুবককে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর (ডিওয়াইডি) ২ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা ঋণ বিতরণ করেছে।
ডিওয়াইডি সূত্র জানায়, যুব নারী ও পুরুষকে বিভিন্ন আয়ের উৎস যেমন, ডেইরি ও পোল্ট্রি খামার, পিসিকালচার, নার্সারি, টেইলারিং, গবাদি পশু পালন, ক্ষুদ্র ব্যবসা থেকে স্বাবলম্বি হয়ে ওঠার লক্ষ্যে এ ঋণ বিতরণ করা হয়।
একই সময়ে ডিওয়াইডি বিভিন্ন কারিগরি বিষয়ের ওপর জেলার ৮৯৭ যুবককে একযোগে প্রশিক্ষণও দেয়া হয়।
ডিওয়াইডির নির্বাহী পরিচালক মো. আমির আলি বলেন, ডিওয়াইডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দারিদ্র্য মুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে যুবকদের সাবলম্বি করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।