সৌদি আরবের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশের নিন্দা

235

ঢাকা, ১৩ জুন, ২০১৯ (বাসস) : সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে গতকাল হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। ওই হামলার কারণে বেশ কয়েকজন নারী ও শিশুসহ ২৬ জন বেসামরিক নাগরিক আহত হয়।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই ধরনের হামলার ঘটনায় বাংলাদেশ তার ভাতৃপ্রতীম দেশ সৌদি আরবের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং এ অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যেকোন ধরণের যৌথ প্রচেষ্টায় থাকতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ”।
এতে বলা হয়, এই হামলায় নিরীহ ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশ আন্তরিকভাবে সহানুভূতি প্রকাশ করেছে এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেছে।