বাসস বাজেট-৪১ : অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১৫ হাজার বাসস্থান নির্মাণ করা হবে

298

বাসস বাজেট-৪১
বাজেট- মুক্তিযুদ্ধ
অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১৫ হাজার বাসস্থান নির্মাণ করা হবে
ঢাকা, ১৩ জুন, ২০১৯ (বাসস) : আগামী অর্থ বছরে ১৫ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাস্স্থান নির্মাণ করা হবে।
জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ বরাদ্দের প্রস্তাব করেন।
আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৪ হাজার ৪৫৩ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আগামী অর্থ বছরে উন্নয়ন খাতে ৪ হাজার ৬৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী কামাল বলেন, আগামী অর্থ বছরে আবাসন সুবিধা প্রদানের লক্ষ্যে ১৫ হাজার অসচ্ছ্বল মুক্তিযোদ্ধাদের নিজস্ব বসত ভিটায় কিংবা প্রয়োজনে খাস জমি বন্দোবস্ত দিয়ে একতলা বিশিষ্ট বাস্স্থান নির্মাণ করা হবে। এছাড়াও মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ট্রেড প্রশিক্ষণ ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের রেশন ব্যবস্থা চালু করা হবে।
বাসস/এসএসজি/এমএআর/২০৩৮/এএএ